ছাতকে তিন হাজার কে‌জি ভারতীয় চিনিসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

ছাতকে তিন হাজার কে‌জি ভারতীয় চিনিসহ ৩ জন গ্রেপ্তার

ছাত‌ক উপজেলার পৌর শহ‌রের বাশঁখালা গ্রামস্থ সুরমা ব্রিজের এপ্রোচ সড়কে পু‌লি‌শের এক‌টি টিম গোপন সংবাদ পে‌য়ে অভিযান চালি‌য়ে পিকআপ ভর্তি ৩ হাজার কেজি ভারতীয় চিনিসহ তিন জন চোরাকাবরা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকা‌লে উপ‌জেলার পৌর শহ‌রে বাশঁখালা সুরমা ব্রিজ এলাকা থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের আলী হোসেন (৩৫), একই গ্রামের ফয়ছল মিয়া (৪০) এবং ননীগাঁও গ্রামের মোঃ কামরান হোসেন (২০)।

পুলিশ জানায় আসামিরা চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি পরিবহণ কালে বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।আটকৃতদের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্ত‌তি চল‌ছে।

গ্রেপ্তার ও মামলা দায়েরের ঘটনার সত‌্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান চোরাচালান সহ মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট