যাত্রাবাড়ীতে পুলিশ-আ’লীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

যাত্রাবাড়ীতে পুলিশ-আ’লীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ

Manual4 Ad Code

রাজধানীর যাত্রাবাড়ীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।
বৃহস্পতিবার বেলা ১১টা পর থেকে এই সংঘর্ষ শুরু হয়। পরে তা শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় ছড়িয়ে পড়ে।

Manual7 Ad Code

জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টা বাজতেই নেমে আসে সাধারণ শিক্ষার্থী স্থানীয় এলাকার জনগণ। তারা সড়কে অবস্থান নিতে গেলে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ। এতে আন্দোলনকারীরা পিছু না হটে উল্টো ইটপাটকেল ছুড়তে থাকে।
সকাল থেকে রায়েরবাগ ও শনির আখড়া এলাকার বিভিন্ন পয়েন্ট অবরোধ করে সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন আন্দোলকারীরা।

অবরোধের কারণে এই মহাসড়ক ব্যবহার করে যানবাহন ঢাকায় প্রবেশ করতে বা বের হতে পারছে না। মধ্যরাত থেকে শুরু হওয়া এই অবরোধ এখনো চলছে।
মধ্যরাত থেকে শনির আখড়া এলাকায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় গতরাতের অগ্নিকাণ্ডের পর থেকে যাত্রাবাড়ী অংশে যান চলাচল বন্ধ রয়েছে।

Manual1 Ad Code


Manual1 Ad Code
Manual5 Ad Code