শহীদি মার্চে অংশ নিতে টিএসসিতে ছাত্র-জনতার ঢল

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪

শহীদি মার্চে অংশ নিতে টিএসসিতে ছাত্র-জনতার ঢল

আওয়ামী সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে শহীদি মার্চে অংশ নিতে টিএসসিতে ছাত্র-জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার আগেই রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা জড়ো শুরু করেন।

রাজু ভাস্কর্যের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে শহীদদেরকে স্মরণ করে “শহীদের স্মরণে, ভয় করিনা মরণে”, “আমাদের শহীদেরা, আমাদের শক্তি,” “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,” “লাল সবুজের পতাকায়, শহীদদের দেখা যায়,” “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে,” “লেগেছে তে লেগেছে, রক্তে আগুন লেগেছে,” “হই হই রই রই, ছাত্রলীগ গেলি কই” বিভিন্ন স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, মিছিলটি বিকাল ৩টায় নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

এর আগে গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক সারজিস আলম।