গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে লাফার্জহোলসিম

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে লাফার্জহোলসিম

বাংলাদেশ সরকারের ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পুরষ্কার পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ছাতক প্ল্যান্টে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর পক্ষ থেকে এই পুরষ্কার প্রদান করা হয়।

রোববার (২৮ এপ্রিল) গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩’ পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরীর হাতে এই পুরষ্কার তুলে দেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপিসহ উর্ধ্বতন সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

২০২৩ সালে ১২টি সেক্টরের ২৯টি কোম্পানিকে ‘গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সিমেন্ট সেক্টরে প্রথম স্থান অর্জন করে লাফার্জহোলসিম বাংলাদেশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট