ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান’র স্মরণে প্রেরণা গোল ঘর স্থাপন করলেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান’র স্মরণে প্রেরণা গোল ঘর স্থাপন করলেন : প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

শিব্বির আহমদ (ওসমানীনগর): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের বন্ধু। পুলিশ ভাল মানুষের বন্ধু, অপরাধী, মাদক ব্যবসায়ীদের শত্রু। পুলিশ মানুষের দুর্দিনে এসে পাশে দাঁড়ায়। তাই আমাদেরকেও পুলিশের পাশে দাঁড়াতে হবে।

তিনি আজ ১৯ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় ওসমানীনগর থানা প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী ইকবাল সমুজ এর পক্ষ থেকে প্রদানকৃত একটি গোল ঘর “প্রেরণা “এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ রাশেদুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ এর ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান। বক্তব্য রাখেন গোল ঘর দাতা যুক্তরাজ্য প্রবাসী ইকবাল সমুজ এর ছেলে কয়েছ আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর সার্কেল এএসপি আশরাফুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল গফুর,গীতা পাঠ করেন পুলিশের এস আই সুবিনয় বৈদ্য।
উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মূছা, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, জেলা পরিষদের সদস্য আব্দুল হামিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোঃ মুহিব হাসান প্রমূখ।
প্রসঙ্গত ২০১৪ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে দুই গ্রামের সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এসময় কর্তব্যরত অবস্থায় মারা যান ওসমানীনগর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান । তাঁর স্মরণে প্রেরণা নামে এই গোল ঘর স্থাপন করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট