বিএনপি নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তাহসিনা রুশীদ লুনা

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩

বিএনপি নেতাদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন তাহসিনা রুশীদ লুনা

Manual5 Ad Code

বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা এক বার্তায় বিশ্বনাথ, ওসমানীনগর সহ সিলেটে আওয়ামী পুলিশ কর্তৃক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অন্যায়ভাবে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
একই সাথে দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে অন্যায়ভাবে পুলিশের তল্লাসীর নামে হয়রানী বন্ধের জোর দাবী জানান।

Manual3 Ad Code

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আইনের পোষাক পরিধান করে প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তা প্রতিদিন কেন্দ্র থেকে তৃণমূলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে অমানবিক শারীরিক নির্যাতন চালাচ্ছে। মনে হচ্ছে বিরোধী মতের সাথে আওয়ামী পুলিশ অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রে এসব অন্যায়, অবিচার কখনও মেনে নেয়া যায় না। তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে, এসব বেআইনী গণগ্রেফতার হয়ারানী ও পরিবারের লোকজনের সাথে বেয়াদবী বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের উদ্ভোব পরিস্থিতির সফল দায়ভার বহন করতে হবে। তিনি সকল পর্যায়ের নেতাকর্মীকে ধৈর্য্য ও সহনশীল থেকে শান্তিপূর্ণ গণতন্ত্র পুনর্দ্ধার আন্দোলন চালিয়ে যাবার আহবান জানিয়ে বলেন, ইনশাআল্লাহ, সকল, জুলুম-নির্যাতন উপেক্ষা করেই গণতন্ত্রের চুড়ান্ত বিজয় নিশ্চিত করা হবে। –বিজ্ঞপ্তি


 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code