সিলেটে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ৯০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

সিলেটে ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ৯০ হাজার টাকা ছিনতাই

সিলেট নগরীতে এক ডিম ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা।

রোববার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সুবিদবাজার এলাকার পুলিশ অফিসারস ম্যাচের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী ইলিয়াস আহমদ নগরের আম্বরখানা বড়বাজার এলাকার আব্দুর রকিবের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সুবিদবাজার পুলিশ অফিসারস ম্যাচের সামনে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে ইলিয়াসকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।