আজ সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

আজ সোমবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

আজ সোমবার সিলেট নগরের কয়েকটি এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবে বিদ্যুৎ থাকবে না। জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

রবিবার (১৯ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।

তিনি জানান- সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা সিলেট নগরের বনশ্রী আবাসিক এলাকা, আম্বরখানা, মজুমদারী, সৈয়দ মগনী, চৌকিদেখী রাস্তার পশ্চিম পাশ, লাক্কাতুরাস্থ বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্ট, লাক্কাতুরা, আবাদানি, বড়শালা, মংলিরপারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী।