৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৩
দক্ষিণ সুরমার কদমতলীতে সুরমা নদীর তীঁরে চিরশায়ীত ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ সামালাল শাহ (রঃ), হযরত আবিদাল শাহ (রহঃ), হযরত রহমত শাহ্(রঃ), হযরত দরিয়া শাহ্(রহঃ)’র মাজার পরিচালনা কমিটি ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত হয়েছেন কদমতলীর প্রবীণ মুরব্বী ও সাবেক কাস্টমস কর্মকর্তা মো. লুলু মিয়া।
বর্তমান সভাপতি হাজী সমরাজ মিয়া অসুস্থ থাকার কারণে কদমতলীবাসী এক জরুরী বৈঠকের মাধ্যমে সকলের মতামতের উপর ভিত্তি করে মো. লুলু মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার ১৯ অক্টোবর রাত ৯টায় বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রফিকুল হকের পরিচালনা ও মো. লুলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় উপস্থিত ছিলেন, কদমতলীর বিশিষ্ট মুরব্বী জমির আলী, সাবেক বিডিআর সদস্য কবির আলী, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. ইছাক মিয়া, আকতার উদ্দিন নাদির, শ্রমিক নেতা মানিক মিয়া, বারিক আলী, মো. মজন মিয়া, রুনু মিয়া, মো. আনা মিয়া, যুবলীগ নেতা আকতার আহমদ, মো. আব্দুস সালাম, মো. আফছর আহমদ, আজমল আলী, বিলাল আহমদ রাজু, সুমন আহমদ, দুদু মিয়া, মাজার পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক এম এ মালেক, সহ-প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ইয়াছিন বকস্,
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরহাদ রহমান, মেহেদী হাসান সাজাই, মো. শওকত, পাপ্পু আহমদ, আনছার আহমদ, আব্দুল কাদির প্রমুখ। সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন প্রবাসে অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দপ্তর সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ নিযুক্ত করা হয়। সভায় মাজারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা গ্রহন করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D