সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভা

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আলোচনা সভা

সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর ব্যাটারি চালিত রিক্সা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, ব্যাটারি চালিত রিক্সার রেকার ফি ৫ শত টাকা ছিল। বর্তমানে ৩ হাজার ২০০ শত টাকা আদায় করা হচ্ছে। যা সম্পূর্ণ অমানবিক। এতে শ্রমিকরা আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, কার্যকরি কমিটির সদস্য শহীদ বকস, শেরে আলম। উপস্থিত ছিলেন সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, শ্রমিক নেতা আখতার হোসেন, আব্দুল খালিক মিষ্টু, আক্কাস আলী, নুরুল হক, শফিকুল ইসলাম বুরহান উদ্দিন বিরাই, আব্দুল জলিল, আব্দুজ জব্বার, খাজা মিয়া, আইয়ুব আলী, আবুল হোসেন, এখলাছুর রহমান, জামাল মিয়া প্রমুখ।
সভায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন আব্দুল মালিক। বিজ্ঞপ্তি