মৌলভীবাজারে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ আটক ১

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩

মৌলভীবাজারে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ আটক ১

মৌলভীবাজার থেকে সাড়ে ৮ লাখ টাকার জালনোটসহ এই চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৯।

আটক কারিন্দ্র সরকার (৪৫) হবিগঞ্জের বানিয়াচং থানার বড় উজিরপুর গ্রামের মৃত ভানেস্বর সরকারের ছেলে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) শেপরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার হেফাজত থেকে সাড়ে ৮ লাখ টাকার জালানোট জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কারিন্দ্রকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা।