উদীয়মান যুবক মাহিদুল ইসলাম মোহন

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

উদীয়মান যুবক মাহিদুল ইসলাম মোহন

বিশেষ প্রতিনিধি ::
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনেক যুবক যখন ইন্টারনেটে গেম খেলায় লিপ্ত কিংবা পাড়ার অলিগলিতে কিশোর গ্যাং তৈরি করে অপরাধকর্ম চালাচ্ছে, সেই সময়ে উদীয়মান যুবক মাহিদুল ইসলাম মোহন নিজ কর্মগুনে স্থান করে নিয়েছে মানুষের হৃদয়। দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কদমতলীতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহনকারী মাহিদুল ইসলাম মোহন পেশায় একজন দক্ষ থাই ইঞ্জিনিয়ার হলেও এ কাজের অবসর সময়ে সে বাজে আড্ডা না দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের কার্যালয়ে আসা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকে। মোহনের মাধ্যমে ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা ও উপকৃত হচ্ছেন। মোহন শুধু যে এ দুটি কর্মক্ষেত্রে রয়েছে, তা নয়, সে একজন সমাজ সচেতন যুবক।
মোহন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অধীনে পাইলট প্রোগ্রামিটি পার্টনারসিপ পিপিপি প্রকল্পের অধীনে হান্ডেড ভলান্ডিয়ার এর সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সহ-ক্রীড়া সম্পাদক, হযরত দরিয়া শাহ মাজার পরিচালনা কমিটির সহ-প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া রক্তদান কর্মসূচীসহ অসুস্থ মানুষের রক্ত সরবরাহ সে করে থাকে। মাহিদুল ইসলাম মোহন বলেন, আমি চাই নিজেকে সমাজের ভালো কাজে সম্পৃক্ত রাখতে। এলাকার অসহায় মানুষের সেবা করা আমার নৈতিক দায়িত্ব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট