সিলেটে বিয়ে বাড়িতে চুরি, নারীসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: ৭:২৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৩

সিলেটে বিয়ে বাড়িতে চুরি, নারীসহ গ্রেপ্তার ৬

সিলেট নগরের জালালাবাদ থানাধীন কুমারগাঁও এলাকায় মুহিবুর রহমানের বাসা থেকে বিয়ের দিন নগদ টাকাসহ স্বর্নলংকার চুরির অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মইয়ারচর সাকিনের শফিকুর রহমান শফিক (৫৪), আমিনা আক্তার (২২), নলকট গ্রামের আল আমিন (২২), তারেক (১৮), জুবায়ের (১৪) এবং পালপুর গ্রামের মারজান (১৪)।

এদের মধ্যে তারেক, জুবায়ের এবং মারজান ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, গত রোববার (৪ জুন) মুহিবুর রহমানের ছোট বোনের বিয়ে উপলক্ষে পরিবারের সবাই সেন্টারে থাকার সুবাদে ঘরের গ্রিল ভেঙ্গে বাসায় ঢুকে নগদ টাকাসহ স্বর্নলংকার নিয়ে যায় চোরেরা। ঘটনার মূল হোতা মারুফকে গ্রেপ্তারসহ চোরাইকৃত মালামাল উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট