২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বকস লিপন এর ঠেলাগাড়ী মার্কার সমর্থনে এক মতবিনিময় সভা গত ৩ জুন শনিবার রাতে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মির্জা দুলাল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুহিবুর রহমান মহিব, মামুন আহমদ, আফরোজ আহমদ, ইউনুস আহমদ, বাবলা আহমদ, ফরহাদ আহমদ ময়না, মেহেদী হাসান মাজই, ফরহাদ আহমদ, সুহেল আহমদ, বাবলা আহমদ তালুকদার, বদরুল আহমদ সাদু, ফরহাদ আহমদ প্রমুখ। এছাড়াও ওয়ার্ডের অসংখ্য সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এদিকে ৪ জুন রবিবার দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ঠেলাগাড়ী মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চেয়েছেন কাউন্সিলর প্রার্থী তৌফিক বকস লিপন।
মতবিনিময় সভা ও গণসংযোগকালে ২৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর তৌফিক বকস লিপন বলেন, মানুষের ভালবাসা অর্জন ও সেবা করা সবচেয়ে মূল্যবান ও উত্তম কাজ। ওয়ার্ডবাসীর সহযোগিতা ও ভালবাসা পেয়ে এমন কাজ করতে সক্ষম হয়েছি। আগামীতে জনগণের সেবা ও উন্নয়ন কাজের মাধ্যমে ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলতে আবারও কাউন্সিলর প্রার্থী হয়েছি। ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে মুরব্বীদের সুপরামর্শে ওয়ার্ডে অসংখ্য উন্নয়নকাজ করেছি। যা অতীতে এই ওয়ার্ডে কখনো হয়নি। ২৬নং ওয়ার্ডে অসম্পন্ন উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে আগামী ২১ জুন নির্বাচনে আমাকে ঠেলাগাড়ী মার্কায় ভোট দিয়ে পুনঃরায় ওয়ার্ডবাসী সেবা করার সুযোগ করে দেয়ার জন্য অনুরোধ জানান। -বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D