সিলেটে জম জম হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

সিলেটে জম জম হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট মহানগরীর দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুন) সকালে শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের একদল পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন (৩০) নামের ওই যুবক মাদারীপুর জেলার শিবচর থানার কদমতলী গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার সকালে জমজম আবাসিক হোটেলের ৪১৭ নম্বর কক্ষ থেকে জাকিরের লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এরআগে ২০২১ সালের ২৯ নভেম্বর জমজম হোটেল থেকে মুর্শেদ আহমদ (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। নিহত মুর্শেদ আহমদের বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় বসবাস করতেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট