সিলেটে ইউনিভার্সিটি অফ রেজিনা কানাডার ফ্রি সেমিনার ৬ জুন মঙ্গলবার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

সিলেটে ইউনিভার্সিটি অফ রেজিনা কানাডার ফ্রি সেমিনার ৬ জুন মঙ্গলবার

ইউনিভার্সিটি অফ রেজিনা’র উদ্যোগে সিলেটের স্টুডেন্টদের জন্য সহজে কানাডায় পড়ার সুযোগ নিয়ে একটি ফ্রি সেমিনরের আয়োজন করা হয়েছে। আগামী ৬ই জুন মঙ্গলবার নগরীর জল্লারপার রোডস্থ হোটেল গ্র্যান্ড প্যালেসের ব্যাংকুয়েট হলে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে যোগ দিতে পূর্ববর্তী রেজিস্ট্রেশন প্রয়োজন নেই।

সেমিনারে কানাডা থেকে আগত ইউনিভার্সিটি’র রিক্রুটমেন্ট স্পেশালিস্ট, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও লাইফ স্কিল এক্সপার্ট উপস্থিত থাকবেন।
ইউনিভার্সিটি অফ রেজিনার সেমিনার উপলক্ষে বাংলাদেশের স্টডেন্টদের জন্য স্পেশাল স্কলারশিপের সুযোগ রয়েছে, এই সুযোগ আগে ছিলো না। এই সেমিনারে স্টুডেন্ট, তাদের পিতা-মা ও অভিভাবক, শিক্ষক সবার জন্যই উন্মুক্ত। সেমিনার থেকে ইউনিভার্সিটি অফ রেজিনার বিস্তারিত সুযোগ-সুবিধা জানা যাবে।
ইউনিভার্সিটি অফ রেজিনাতে কেমব্রিজ ‘এ’ এন্ড ‘ও’ লেভেল কারিকুলাম এবং বাংলা কাররিকুলাম দুটি দিয়ে ভর্তির গ্রহণযোগ্যতা অর্জন করা সম্ভব। যারা ‘এ’ এন্ড ‘ও’ লেভেলে পাশ করেছেন তাদের ইংলিশের জন্য আলাদা পরীক্ষা দিতে হয়না।
বর্তমানে ইউনিভার্সিটি অফ রেজিনাতে ১৭ হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে, এটি কানাডার প্রথম সারির ১৫টি কম্প্রিহেনসিভ ইউনিভার্সিটির একটি। এই ইউনিভার্সিটিতে ১২০টির বেশি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে এবং ৭৮টির বেশি প্রোগ্রাম এ স্টুডেন্টরা সাস্কাচেওয়ান রিজিয়নে সর্বাধিক চাকুরীর সুযোগ পাচ্ছে। নর্থ আমেরিকার সবচেয়ে বড় আরবান অস্ক্যানা পার্ক ও লেক অধ্যুষিত এলাকায় অবস্থিত ইউনিভার্সিটি অফ রেজিনার ক্যাম্পাস সর্বাধুনিক ও পরিবেশের দিক দিয়ে খুবই আকর্ষণীয়। এই ইউনিভার্সিটির বাস্তবসম্মত শিক্ষা, প্রাতিষ্ঠানিক গবেষণা, স্টুডেন্ট সেবা, সব কিছুতেই অগ্রগামী। স্টুডেন্টরা সহজেই তাদের শিক্ষার এবং ক্যারিয়ার সমন্বয়কারী চাহিদা এবং লক্ষ্য এখানে পড়াশোনা করে অর্জন করতে সক্ষম হয়।
যারা ৩ বছর ব্যাচেলর্স অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছে তারা সাথে সাথেই ৩ বছরের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পার্মিটের জন্য যোগ্য হন এবং একই সাথে পার্মানেন্ট রেসিডেন্সিরও যোগ্য হওয়ার কারণে সাস্কাচেওয়ান রিজিওনে রয়েছে প্রভিনশিয়াল নমিনী প্রোগ্রাম যার সহায়তার এখানকার স্টুডেন্টসরা অন্যদের আগেই কানাডায় স্থায়ী অধিবাস হওয়ার সুযোগ পায়।
কানাডার ইউনিভার্সিটি অফ রেজিনায় ভর্তি হতে ইচ্ছুক সিলেটের শিক্ষার্থীদেরকে ৬ জুন মঙ্গলবার অনুষ্ঠিত সেমিনারে যথাসময় উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন আবেদন বোর্ডের সিনিয়র কান্ট্রি ম্যানেজার মোঃ ইফতেখার উদ্দিন। মোবাইল ০১৯২০ ৯৯৫৫০০।
ইউনিভার্সিটি অফ রেজিনা এবং আপ্পলাইবোর্ড কানাডা কোম্পানির সাথে এক্সক্লুসিভ চুক্তির সুযোগে সিলেটের স্টুডেন্ট যারা কানাডাতে পড়াশোনা করতে ইচ্ছুক তারা সেমিনারে অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যত গড়ে তুলতে পারবেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট