জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসায় যুক্তরাজ্য প্রবাসীদের ১ লাখ ৩১ হাজার টাকা প্রদান

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসায় যুক্তরাজ্য প্রবাসীদের ১ লাখ ৩১ হাজার টাকা প্রদান

সিলেটের জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসায় সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট ও লন্ডন কভেন্ট্রি জালালাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী সাব্বির আহমদ এবং লন্ডন কভেন্ট্রি জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা মসহুদ আহমদ দ্বয়ের পক্ষ থেকে ও প্রচেষ্টায় মসজিদের মুসল্লিদের কাছ থেকে পাপ্ত ১ লাখ ৩১ হাজার ১ শত ৫০ টাকা অনুদান প্রাদান করা হয়েছে।

গত ২৮ মে রবিবার প্রবাসীদের প্রতিনিধিদের মাধ্যমে জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদের কাছে আনুষ্ঠানিক ভাবে অনুদানের টাকাগুলো প্রদান করা হয়েছে। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রবাসীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক, সমাজসেবী, সুধীজনরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা সুদূর প্রবাসে থেকেও দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছেন। বিশেষ করে ধর্মীয় শিক্ষাক্ষেত্রে লন্ডন প্রবাসীদের প্রচেষ্টা ও সহযোগিতা অনস্বীকার্য। বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের শিক্ষা, উন্নয়ন, মসজিদ মাদরাসা, এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছেন। তারই ধারাবাহিকতায় লন্ডন কভেন্ট্রি জালালাবাদ জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী সাব্বির আহমদ এবং লন্ডন কভেন্ট্রি জালালাবাদ জামে মসজিদের ইমাম মাওলানা মসহুদ আহমদ দ্বয়ের পক্ষ থেকে ও প্রচেষ্টায় মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে জামেয়া নূরীয়া ইসলামিয়া ভার্থখলা মাদরাসায়
১ লাখ ৩১ হাজার ১ শত ৫০ টাকা অনুদান প্রদান করা মহতি ও প্রশংসনীয় কাজ। বক্তারা যুক্তরাজ্য প্রবাসীদের মত অন্যান্য প্রবাসীরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট