৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত (৯) মহিলা কাউন্সিলর প্রার্থী মোছাম্মদ ছামিরুন নেছার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে প্রধান রিটার্নিং অফিসার ফয়ছল কাদের মোছাম্মদ ছামিরুন নেছার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন ।
মোছাম্মদ ছামিরুন নেছা বলেন, ২১ শে জুন নির্বাচনে তাকে ভোট প্রদানের জন্য তিনটি ওয়ার্ডের ভোটারদের প্রতি আকুল আহবান জানান । মোছাম্মদ ছামিরুন নেছা আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে জয়লাভ করলে তিনটি ওয়ার্ডের সকল পেশার মানুষের সাথে আলোচনা করে ওয়ার্ডের ভেতরে বিদ্যমান সকল সমস্যা চিহ্নিত করে তা বাস্তবায়ন ও পরিকল্পিতভাবে উন্নয়নমুলক কাজ তিনি করে যাবেন। তিনটি ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাবেন তিনি, এ ছাড়া ড্রেনেজ সমস্যা দুরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকার শান্তি শৃংখলা রক্ষা ও তিনটি ওয়ার্ডকে উন্নয়নমুখি কাজের মাধ্যমে আলোকিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান তিনি। প্রেস-বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D