সিসিকে’র কাউন্সিলর পদপ্রার্থী আছমা বেগমের মনোনয়ন পত্র জমা

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

সিসিকে’র কাউন্সিলর পদপ্রার্থী আছমা বেগমের মনোনয়ন পত্র জমা

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত ৯ আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সাবেক কাউন্সিলর মোছাঃ আছমা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


গত ২১ মে রবিবার দুপুরে নগরীর মেন্দিবাগস্থ সিলেট জেলা নির্বাচন কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে কাউন্সিলর প্রার্থী আছমা বেগম মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী হাজী রিয়াজ উদ্দিন, সায়মা রহমান রত্না, টুটুল মাহমুদ মান্না, জায়েদ আহমেদ, রাতুল মাহমুদ তান্না, সৌরভ আহমেদ, আয়মান আহমেদ, আলী রাজ প্রমুখ।
মনোয়ন পত্র জমাদান শেষে জনসংযোগ ও মতবিনিময় কালে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কাউন্সিলর প্রার্থী আছমা বেগম বলেন, সিসিকে’র ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের উন্নয়ন তরান্বিত ও মানুষের কাছে থেকে সেবা করার লক্ষে আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি। অতীতে সকলের পরামর্শে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে অসংখ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেছি। ওয়ার্ডগুলোর উন্নয়ন কাজ আরো গতিশীল করাই আমার মুল লক্ষ ও উদ্দেশ্য। তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের দোয়া, সহযোগিতা ও ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আছমা বেগম আহবান জানান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট