৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩
সিলেটে মাদক মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সিলেটের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত মো. দিলাল উদ্দিন (২৭) নামের ওই যুবক গোয়াইনঘাট উপজেলার ধর্মগ্রামের মৃত তেরা মিয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২২ জুলাই ৪ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধি ‘টপেক্স সিডি’ সিরাপসহ দিলালকে আটক করে র্যাব। পরদিন ২৩ জুলাই র্যাব-৯ এর এসআই প্রণব রায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে একমাত্র দিলালকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলাটি আদালতে বিচারের জন্য রেকর্ড করা হয় এবং অভিযোগ গঠনের পর দীর্ঘ শুনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন বিচারক।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. মঞ্জুর কাদির।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D