ফেসবুক হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়, গ্রেপ্তার ১

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ২৩, ২০২৩

ফেসবুক হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়, গ্রেপ্তার ১

ফেসবুক একাউন্ট হ্যাক করে বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (২২ মে) ঢাকার ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে মোশাররফ হোসেন আকিল (২০) নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন আকিল রাজধানীর ডেমরা থানার ষ্টাফ কোর্য়াটার এলাকার মো. আলাউদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সাহায্যে ডিএমপির ডেমরা থানা-পুলিশের সহায়তায় মোশাররফ হোসেন আকিলকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, রাজধানীর আগপাড়ার মৌসুমী-৬৮ এলাকার রামপ্রসাদ ঘোষ (৫০) নামের এক ব্যক্তি ও সিলেট নগরীর মিরাবাজার এলাকার এক তরুণীসহ বিভিন্ন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে ফেসইবুক হ্যাক করে টাকা দাবি করে গ্রেফতারকৃত আকিল। পরে কয়েক ধাপে তাদের কাছে থেকে ঐ যুবক ৩ হাজার, ২ হাজার ও দেড় হাজার টাকা হাতিয়ে নেয়।

দীর্ঘ নয় মাস তাদের সঙ্গে ঐ যুবক প্রতারণার আশ্রয় নিয়ে কথা চালালে পরে ভোক্তভোগিরা থানায় অভিযোগ করলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ডিবি-সিটি এন্ড সিসি) শাহারিয়ার আলমের নেতৃত্বে সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তির সাহায্যে আকিলকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, এই আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। সে বিভিন্ন হ্যাকিং গ্রুপের সঙ্গে জড়িত।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি সিলেট মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত করছে বলে সিলেট মহানগর পুলিশ নিশ্চিত করছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট