৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ২২, ২০২৩
নারায়ণগঞ্জের বন্দর থেকে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবাসহ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত তৃতীয় লিঙ্গের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
সোমবার (২২ মে) দুপুরে র্যাব-১১-এর সিপিসি কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এরআগে রোববার (২১ মে) রাতে বন্দর উপজেলার মদনপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), মো. আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) ও ফারুক ওরফে রিয়ামনি (২৫)।
বিজ্ঞপ্তিতে এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এ চক্রের মূল হোতাসহ সবাই তৃতীয় লিঙ্গের। তারা বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানা দিয়ে নিষিদ্ধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্যের চালান নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে এসব মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D