৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ১৯, ২০২৩
কাতার বিশ্বকাপের রেশই এখনো কাটেনি, ইতোমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আগামী আসর নিয়ে। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এখনো বছর তিনেক সময় বাকি থাকলেও আসরটির লোগো উন্মোচন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
গত বুধবার (১৭ মে) এই লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো নাজারিও। বিগত কয়েকটি বিশ্বকাপ আসর ৩২ দল নিয়ে হলেও বদলে যাচ্ছে সেই চিত্র। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী আসরে।
আগামী ২০২৬ বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা থাকলেও মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্রই। তিনটা দেশের ১৬টি ভেন্যুতে মোট ৮০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে।
দুইদিন আগে সেই আসরেরই লোগো উন্মোচন করেছে ফিফা। সদ্য উন্মোচিত হওয়া লোগোটি যা ইংরেজি সংখ্যার ‘২৬’ ও তার মাঝে বিশ্বকাপ ট্রফি। যার মূল বার্তা হলো ‘আমরা ২৬।’ বিষয়টি খোলাসা করে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘আমরা-২৬ হলো পুনরায় সমবেত হওয়ার আকুতি।’
তিনি আরো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যেখানে তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D