সিলেটে ২১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

সিলেটে ২১৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে ২ হাজার ১৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ এপ্রিল) রাতে নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে দুলাল মিয়া (৩১) নামের যুবককে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ধৃত আসামির বরাত দিয়ে পুলিশ জানায়, দুলাল মিয়া সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে এনে সিলেট নগরীতে বিক্রি করতেন।

তার বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, মহানগর এলাকায় ডিবি টিম-৩ টহল ডিউটি ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে সোমবার রাত ১০টার দিকে শাহপরান থানাধীন শিবগঞ্জ পয়েন্টে অবস্থানকালে তারা জানতে পারেন নগরীর শাহজালাল উপশহর এলাকায় জি-ব্লকে দুলাল মিয়া ওরফে দুলাল আহমদ প্রকাশ্যে ইয়াবা বিক্রি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুন; সঙ্গে ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফজলুর রহমান, এসআই (নি.) জয়ন্ত কুমার দে, এএসআই (নি.) মো. দেলোয়ার হোসেন, কনস্টেবল জীবেন্দ্র চন্দ্র, কনস্টেবল রওশন উদ্দিন, কনস্টেবল জায়েদুল হাসান ও কনস্টেবল জাহাঙ্গীর আলম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট