মুন্সীগঞ্জে ঈদযাত্রার পথে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

মুন্সীগঞ্জে ঈদযাত্রার পথে ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ৪

ঈদযাত্রার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ষোলঘর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শরীয়তপুরের লেকুরিয়া সকিপুর এলাকার হাবিবের ছেলে সাইফুল (৩৫), একই এলাকার নূর মোহাম্মদ মোল্লার স্ত্রী হাজেরা খাতুন (৬০), শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর এলাকার মো. শাজাহান কাজীর ছেলে আরিফ কাজী (৩২) ও অজ্ঞাত নারী (২৫)।

আহতরা হলেন, আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশেদ (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭)। এছাড়া বিউটি (২৫) ও তাহিরা (১৫) প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান।

বাসযাত্রী শামীম বলেন, আমি ঢাকার যাত্রাবাড়ী থেকে নড়িয়া যাচ্ছিলাম। পুরো রাস্তাই বাসের চালক খুব রাফ চালিয়েছে। পরে রাস্তার মধ্যে রাখা একটি ট্রাকের পেছনে লাগিয়ে দেয়। প্রচণ্ড সংঘর্ষে আমরা বাসে থাকা ৪০ জন যাত্রীর সবাই আহত হই। বাসের সামনে যারা ছিল তাদের চেয়ে পিছনের দিকের যাত্রীরা বেশি আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আওলাদ হোসেন বলেন, আমরা রাস্তার পাশে এক মসজিদে ছিলাম। রাস্তার মধ্যে প্রচণ্ড শব্দ হলে আমরা এসে দেখি রাস্তার মধ্যে থাকা একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা লাগায়ে দিছে। আমরা এসে ‌বাস থেকে কয়েকজনকে উদ্ধার করেছি।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার শংকর কুমার পাল বলেন, সকাল ৯টার দিকে ২১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ মৃত ছিলেন। বাকি ১৯ জনের মধ্যে ১৩ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। নিহত দুজন এবং আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখানে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ৭ জনকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে রাস্তার দক্ষিণ প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে যানজট নিরসনের চেষ্টা করছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট