ঈদ উপলক্ষে বিএনপি নেতা আকতার রশিদের পরিবারের নগদ অর্থ বিতরণ

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩

ঈদ উপলক্ষে বিএনপি নেতা আকতার রশিদের পরিবারের নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব অসহায় ও বঞ্চিত মানুষের মধ্যে সিলেট মহানগরীর ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী’র পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান ১৫ এপ্রিল শনিবার রাতে কদমতলীতে অনুষ্ঠিত হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাফেক মাহাবুব।
২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার রশিদ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ইছাক আহমেদ, ২৬নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক লাবলু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে এক হাজার টাকা করে ৫০ হাজার টাকা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা দেশ, জাতি ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। বিএনপি নেতারা সব সময় উন্নয়ন, অগ্রগতি ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমূলক কাজে ভূমিকা রাখেন। তারই ধারাবাহিকতায় বিএনপি নেতা আকতার রশিদ চৌধুরীর পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ বিতরণ করা প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই পরিবারের মত অন্যান্য বিএনপি পরিবারকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট