গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

কেন্দ্রীয় ঘোষিত আজকের অবস্থান কর্মসুচী পালন করতে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গতকাল ১০ এপ্রিল সোমবার পুলিশী বাধার মুখে অবস্থান কর্মসুচী পালন করে।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপিরব সভাপতি নোমান উদ্দিন মোরাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল এর সঞ্চালনায় অবস্থান কর্মসুচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আবু তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু তাহের বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকারের পতন তরান্বিত করতে হবে। যত দ্রুত এ সরকারেরব পতন হবে দেশ ও জাতির তত মঙ্গল হবে। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে দিতে হবে বলে জোর দাবী জানান।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট আল আসলাম মুমিন বলেন- ২০১৪ ও ১৮ সালের মতো আর কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হবে না এবং হতে দেওয়া হবে না। তিনি অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবী জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আতাউর রহমান উতু, লুকুছ আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল গফফার, কফিল আহমদ, জাহাঙ্গীর হোসেন, এস এ রিপন, শাহজাহান, জাকির হোসেন খান, মুহিব হোসেন, আবুল কালাম খোকন এবাদ আহমদ, আশিক আহমদ, মাহতাব আহমদ, রুপন আহমদ, জিয়া উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ, কামরুজ্জামান জোনাক, আব্দুল আহাদ, বক্কর আহমদ, সালাহ উদ্দিন, মছব্বির মিয়া, নাহিদ রোজা, জিয়াউল ইসলাম, নজরুল ইসলাম, এ এস পারুল, শেখ মাসুম, ইসলাম উদ্দিন, কাজি জয়নাল, মাসুদ আহমদ প্রমুখ।