কোম্পানীগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

কোম্পানীগঞ্জে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া গ্রামে নামাজরত অবস্থায় আব্দুর নুর (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে এশার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, প্রতিদিনের মতো আব্দুর নুর শুক্রবার রাত ৮টায় লামাপাড়া জামে মসজিদে জামায়াতে এশার ফরজ ও তারাবী নামাজ পড়তে যান।

মসজিদের মুসল্লি জুয়েল মিয়া জানান, এশার নামাজের শেষ রাকা’তে তিনি দাঁড়ানো অবস্থায় পড়ে যান, পরে তাকে মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে আমরা পুরাপুরি নিশ্চিত যে, তিনি মসজিদে মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, রোজা ছিলেন এবং মসজিদে এসে জামায়াতে নিয়মিত নামাজ পড়তেন। তিনি ভালো মানুষ ছিলেন। উচ্চ রক্তচাপ ও বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন

আব্দুর নুর এলাকার সালিশিয়ান ব্যক্তিত্ব ও পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট