কমলগঞ্জে রমজান উপলক্ষে হতদরিদ্রের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৩

কমলগঞ্জে রমজান উপলক্ষে হতদরিদ্রের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শেখ মো. জহির উদ্দিন এর অর্থায়নে এসব উপহার সামগ্রী প্রদান করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল ৫টায় কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম হাজী আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১নং ওয়ার্ড ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে ও তরুন সমাজসেবক হাবিবুল ইসলাম ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাবেক ইউপি সদস্য সায়েক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক মাও: মুফতি শামছুল ইসলাম লিয়াকত, কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি সংযুক্ত আরব আমিরাত এর প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শিহাব আহমদ, আব্দুল আহাদ, দুবাই প্রবাসী গিয়াস আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে ১৬০টি হতদরিদ্র পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট