কমলগঞ্জে দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

কমলগঞ্জে দোকান ও বসতঘর আগুনে পুড়ে ছাই

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার রামপাশা গ্রামে আগুনে বসতঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৪টায় রামপাশা গ্রামের হর গোবিন্দ মল্লিক এর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস আসার আগেই আগুনে পুরো বসত ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাড়ির মালিক হর গোবিন্দ মল্লিক জানান, আমি আর আমার স্ত্রী এ বাড়িতে থাকি। আমাদের ৩টি মেয়ে ছিল তাদের বিয়ে দিয়ে দিয়েছি। কোন ছেলে সন্তান নাই। একা স্ত্রী ও আমি এ ঘরে থাকি। আমাদের ঘরের সাথে সংযুক্ত চায়ের দোকান। চা বিক্রি করে দোকান থেকে যা আয় হয় তা দিয়ে সংসার চলে দুজনের। আমাদের ঘরে যা ছিল সব পুড়ে গেছে। কিছু রইলো না। কিভাবে কি করবো কিছু বুঝতে পারছি না। কোথায় থাকবো, কি খাবো, কিভাবে সংসার চালাবো চিন্তায় এখন দিন পার করছি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে লাফ মেরে ঘর থেকে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে নিয়ে বাহিরে চলে আসেন হর গোবিন্দ মল্লিক। এসময় তিনি চিৎকার দিলে প্রতিবেশিরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহুর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়লে এ সময়ের ভিতরে সব পুড়ে ছাই হয়ে যায়।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার অজিৎ কুমার সিংহ জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা বেরিয়ে পড়ি। কিন্তু যারা আমাদের ফোন দিয়ে জানিয়েছে তারা সঠিক তথ্য দিতে পারেনি, যার কারনে সঠিক সময়ে পৌছাতে আমাদের কিছুটা সময় লাগে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কি কারনে আগুনের সুত্রপাত সেটা আপাতত বলা সম্ভব নয় এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই লিডার।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়রা চাল, ডাল, টাকা দিয়ে সহযোগীতা করে আসছে। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগীতা চেয়ে পোস্ট দিচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হর গোবিন্দ মল্লিক জানান, বাবারে আমার গায়ে লুঙ্গী গেঞ্জী ও আমার স্ত্রীর পড়নে পুরাতন একটা শাড়ি ছাড়া সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট