সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

সিলেটের যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না

সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বুধবার সিলেটের কয়েকটি এলাকায় টানা ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১৫ মার্চ) সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, উত্তর বালুচর, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, আল-ইসলাহ, ফোকাস ও আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট