২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে আমরা বৃহত্তর বালুচর বাসীর উদ্যোগে সোমবার (১৩ মার্চ) সিলেট এমসি কলেজ মাঠে “তওবা ও দোয়া” মাহফিল এর আয়োজন করা হয়েছে ।
উক্ত তওবা ও দোয়া মাহফিল সোমবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে।
তওবা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন, হযরত মাওলানা মুজিববুল হক গাছবাড়ী-মুহতামিম ও শায়খুল হাদিস জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা, প্রধান আকর্ষন ও আখেরী মোনাজাত করবেন হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুকী-শায়েখে বরুনা।
আমন্ত্রিত ওলামায়েকেরামগনদের মধ্যে রয়েছেন, হযরত মাওলান মোহাম্মদ বিন ইদ্রিস-মুহতামিম দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুস সুবহান-মুহতামিম জাওয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা জিয়া উদ্দীন-মুহতামিম আঙ্গুরা মোহম্মদপুর মাদ্রাসা, হযরত মাওলানা নুরুল ইসলাম খান-মুহতামিম ও শায়খুল হাদিস দরগাপুর মাদ্রাসা, হযরত মাওলানা আলীম উদ্দিন-শায়খুল হাদিস কানাইঘাট মাদ্রাসা, হযরত মাওলানা শফিকুল হক-মুহতামিম ও শায়খুল হাদীস সুবহানিঘাট মাদ্রাসা, হযরত মাওলানা ওলিউর রহমান-মুহতামিম ও শায়খুল হাদিস দারুস সালাম মাদ্রাসা, হযরত মাওলানা মজদুদ্দিন-মুহতামিম ভার্থখলা মাদ্রাসা, হযরত মাওলানা আহমদ আলী-শায়খুল হাদিস কাজিরবাজার মাদ্রাসা, হযরত মাওলানা মহিউল ইসলাম বুরহান-মুহতামিম রেঙ্গা মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল ক্বাদির-শায়খুল হাদিস হরিপুর মাদ্রাসা।
বৃহত্তর বালুচর মুসলিম জনতার পক্ষ থেকে সবাইকে তওবা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার আমন্ত্রণ জানানো হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D