সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন আজ

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২৩

সিলেট জেলা ও মহানগর বিএনপির মানববন্ধন আজ

বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় দক্ষিন সুরমা রেলগেইট সংলগ্ন মারকাজ পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

উক্ত মানববন্ধন কর্মসূচিকে সফল করতে জেলা বিএনপি ও জেলার আওতাধীন সকল পৌর ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।


এদিকে একইদিন সকাল ১১টায় সিলেট মহানগর বিএনপি নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেছে। যথা সময়ে উপস্থিত থেকে মানববন্ধন কর্মসূচীকে সফলের আহবান জানিয়েছেন মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

শনিবার রাতে এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারাদেশে যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে সিলেট মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীদের অংশগ্রহণের আহবান জানান তারা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট