২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারের গয়নাঘাটে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের কমরপুর গ্রামের মোশাহিদ আলী ওরফে পাখি মিয়ার ছেলে জাহেদ হোসেন (৩৭) ও ধনপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে রেদওয়ান আহমদ (২৬)।
জানা যায়, দূর্ঘটনার পর দু’জনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর জাহেদকে মৃত বলে ঘোষণা করা হয়। এর কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একসঙ্গে আহত তার বন্ধু রেদওয়ানও।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই জুয়েল দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গয়নাঘাট নামক স্থানে শেরপুরগামী বিরতিহীন একটি লোকাল বাস (নং সিলেট-হ-১১-৬৭৯৫) পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জাহেদ মিয়া নিহত হন। খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত রেদওয়ানকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কয়েক ঘন্টা পর রাতে মারা যান রেদওয়ান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পরিমল চন্দ্র জানান, এ দুজন মোটরসাইকেলযোগে গোয়ালাবাজার থেকে তাজপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হন তারা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে তবে বাস আটক করা যায়নি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D