পিকআপের ধাক্কায় সিলেট ল কলেজের অধ্যক্ষসহ আহত ২

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৩

পিকআপের ধাক্কায় সিলেট ল কলেজের অধ্যক্ষসহ আহত ২

সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্টে পানিবাহী একটি পিকআপ ভ্যান গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আইনজীবী ছিটকে পড়ে আহত হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সিলেট ল’ কলেজের প্রিন্সিপাল এডভোকেট সৈয়দ মহসিন আহমদ ও এডভোকেট জিয়াউর রহমান।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, একুশ ড্রিংকিং এন্ড ডিস্টিলড ওয়াটার নামক খাবার পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যান গাড়ি (সিলেট-ন-১১-২১৪৫) পানি নিয়ে শাহী ঈদগাহ থেকে নগর ভবনে যাচ্ছিল। একটি মোটরসাইকেলে (সিলেট মেট্রো-ল-১১-৮৮২৭) ওই দুই আইনজীবী কোর্টের দিকে যাচ্ছিলেন। পিকআপ গাড়িটি ছিল পেছনে ছিল।

নয়াসড়ক পয়েন্টে এসে পিকআপ ও মোটরসাইকেল ভুল পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পিকআপ ভ্যান গাড়িটি পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

পরে চিকিৎসা নেওয়ার জন্য ওই দুই আইনজীবী ওসমানী হাসপাতালে গেছেন।

এদিকে, ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যান গাড়িটি আটক করেছে। পরে সেটি কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে।

কোতোয়ালী থানার এসআই সুমন আহমদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট