নাইওরপুলে স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সির উদ্বোধন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

নাইওরপুলে স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সির উদ্বোধন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা জ্ঞান ও দক্ষতা ভিত্তিক শিক্ষা প্রয়োগ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, সিলেটের স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সি স্বনামধন্য এসব প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে-বিদেশে গিয়ে সুনাম কুড়াচ্ছেন। তিনি অত্র প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

গত বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে সিলেট নগরীর নাইওরপুলস্থ স্টার এডুকেশন এন্ড কনসালটেন্সি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন ডাঃ এম এ মতিন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, আমেরিকা প্রবাসী দিলদার হোসেন, হাজী মতিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠান পরিচালনা এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে আছেন শাহ মোঃ আলী হায়দার বিপ্লব। পরিচালনার দায়িত্বে আমিনুল হক সুমিত, ইমরান আহমেদ ও আরিফ হাসান। ইংরেজি ভাষা শিক্ষা, বিদেশে উচ্চশিক্ষা এবং বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সম্পর্কিত তথ্য এবং সহায়তা সেবা সবার কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট