২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জাতীয় রাজনীতিতে সিলেট বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপি’র রাজনীতিতে সারা দেশের মধ্যে সিলেট বিএনপি মডেল সংগঠন হিসেবে বিবেচিত হয়ে আসছে। আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে সিলেট মহানগর বিএনপি। গণতন্ত্র পুনঃরুদ্ধার ও ১০দফা দাবি আদায়ের জন্য আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এই সংগ্রামের মধ্যে আগামী ৪মার্চ মহানগর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই আলোকে আপনারা প্রস্তুতি নিন। ঐক্যবদ্ধ আন্দোলনেই গণতন্ত্র মুক্তি পাবে।
তিনি মহানগর বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।
মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় নগরীর দরগা গেইটস্থ শহিদ সোলেমান হলে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডঃ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, সদস্য এড.হাদিয়া চৌধুরী মুন্নি।
সভায় এটিএম ফয়েজ উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্য হিসেবে, বদরুল হক চৌধুরী, এড আতিকুর রহমান সাবু ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম ইয়াহিয়া চৌধুরী সোহেলকে রাখা হয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, এড. হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মিসবাহ উদ্দিন, এমদাদ হোসেন চৌধুরী, নজীবুর রহমান নজীব, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া, আব্দুর রহিম, আমির হোসেন, বাবু নেহার রঞ্জন দে, এড.আতিকুর রহমান সাবু, মাহবুব কাদির শাহী, সৈয়দ তৌফিকুল হাদী, মুর্শেদ আহমদ মুকুল, হুমায়ুন আহমদ মাসুক, আকতার রশীদ চৌধুরী, নুরুল আলম সিদ্দিকী খালেদ, আফজল উদ্দিন, মাহবুব চৌধুরী, সৈয়দ সাফেক মাহবুব, ডাঃ নাজমুল ইসলাম ও আবুল কালাম।
সাংগঠনিক সভায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সভাপতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ডের সভাপতি নেহার রঞ্জন দে, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজু দে, ৪নং ওয়ার্ডের সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ডের সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, ৬নং ওয়ার্ডের সভাপতিত্ব লুৎফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ডের সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ডের সভাপতি সবুর আহমদ, ৯নং ওয়ার্ডের সভাপতি আমির হোসেন, ১০নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ডের সভাপতি শেখ কবির আহমদ, ১২নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, ১৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ডের সভাপতি বদরুদ্দোজা বদর, ১৫নং ওয়ার্ডের সভাপতি শুয়াইব আহমদ শুয়েব, ১৬নং ওয়ার্ডের সভাপতি মির্জা বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ১৭নং ওয়ার্ডের সভাপতি মঞ্জুরুল হাসান মঞ্জু, ১৮নং ওয়ার্ডের সভাপতি তারেক আহমদ খান, ১৯নং ওয়ার্ডের সভাপতি নাদির খান, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেক আহমদ, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ২৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জমজম বাদশাহ, ২৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রহিম আলী রাসু, ২৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ বাচ্চু মিয়া, ২৬নং ওয়ার্ডের সভাপতি আকতার রশীদ চৌধুরী, ২৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মঈন খান। এছাড়া ২৭টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D