বুধ ও বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

বুধ ও বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

আগামী বুধবার ও বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, রাজবাড়ি ও বোরহানউদ্দিন এলাকার দুটি ১১ কেভি ফিডারের মেরামত ও সংরক্ষণ কাজ এবং রাইট অফ ওয়ে বরাবরে গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বুধবার ও বৃহস্পতিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) নগরীর রায়নগর, রাজবাড়ি, ঝর্নারপাড়, দর্জিবন্দ, খরাদিপাড়া, দপ্তরীপাড়া, আগপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আর পরদিন বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক, মিরেরচক, পীরেরচক, সোনাপুর, নয়াবস্তি ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট