সিলেটে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে ঝাকুনি, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩

সিলেটে উড্ডয়নের সময় বিমানের চাকা ফেটে ঝাকুনি, অল্পের জন্য রক্ষা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগে রানওয়েতে রান করার সময় বিমানের একটি বোয়িং উজোজাহাজের চাকা ফেটে গেছে। এসময় বিকট শব্দে পুরো উজোহাজে ঝাকুনি শুরু হয়। এতে আতংকিত হয়ে পড়েন উড়োজাহাজটির ১৪৮ যাত্রী।

শুক্রবার (৩ ফেব্রয়ারী) দুপুর সোয়া একটায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে ওসমানী বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। তবে এতে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্য দুপুর ১২ টা ৫৫ মিনিটে উড্ডয়নের কথা ছিলো। উড়োজাহাটি রানওয়েতে যাত্রা শুরুর পরপরই বিকট শব্দে পেছনের চাকা ফেটে যায়। এসময় পুরো উড়োজাহাজে তীব্র ঝাকুনির সৃষ্টি হয়।

এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয় জানিয়ে এই ফ্লাইটের যাত্রী মোস্তাক হায়াত খান বলেন, হঠাৎ করে বিকট শব্দ হয়। এরপর বিমানটিতে ঝাকুনি শুরু হয়। এতে যাত্রীদের সকলেই আংকিত হয়ে পড়েন। কেউ কেউ চিৎকারও শুরু করেন।

মোস্তাক হায়াত বলেন, ঝাকুনি শুরু হলে পাইলট বিমানের গতি কিছুটা মন্থর করেন। এরপর আবার উড্ডয়নের চেষ্ঠা করেন। তখন ফের ঝাকুনি শুরু হয়। পরে তারা খোজ নিয়ে জানতে পারেন পেছনের চাকা পাংচার হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার পর প্রায় ৪০ মিনিট আমরা বিমানের ভেতরে আটকে ছিলাম। পরে আমাদের বিমানবন্দরের লাউঞ্চে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ। তিনি জানান ওই উড়োজাহাজের চাকা মেরামতের কাজ শুরু হয়েছে। মেরামতের পর এটি রানওয়ে থেকে সরিয়ে বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা সচল করা হবে।

বিকেলের দিকে বিমানবন্দেরর কার্যক্রম স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণে যাত্রীদের কোন ক্ষতি হয়নি জানিয়ে হাফিজ আহমদ বলেন, আটকে পড়া যাত্রীদের বিমান কর্তৃপক্ষ বিকল্প ফ্লাইটে ঢাকায় নিয়ে যাবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট