মাকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন প্রবাসী সন্তানরা

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

মাকে সাথে নিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন প্রবাসী সন্তানরা

শীতার্থ মানুষের কষ্ট লাগবে সিলেটের বিশ্বনাথে গর্ভধারীনি মাকে সাথে নিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন যুক্তরাজ্য প্রবাসী সন্তানরা।

সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে পৌর শহরের মুফতিরগাঁও গ্রামে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী ছায়ারুন নেছা।

এসময় নিজের সন্তানদের কল্যাণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্যোক্তা প্রবাসী সন্তানদের গর্ভধারীনি মা নেয়ারুন নেছা।

যুক্তরাজ্য প্রবাসী আনাফ আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, ছাত্রলীগ নেতা ফারাবী ইমন, জাকারিয়া ইমন।

বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী রুহেলা বেগম, সুহেলা বেগম, লিমা বেগম, জামিনুল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আইয়ুব আলী।

যুক্তরাজ্য প্রবাসী আনাফ আহমদ, আইয়ুব আলী, রুহেলা বেগম, সুহেলা বেগম, লিমা বেগম, জামিনুল হোসাইন’র উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন অঞ্চলের ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এরপর পর্যায়ক্রমে সিলেট জেলার বিভিন্ন অঞ্চলে ওই প্রবাসীদের উদ্যোগে আরো প্রায় দেড় হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট