মাকে হত্যার পর ১৯ বছর পলাতক, মাজার থেকে গ্রেপ্তার ছেলে

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

মাকে হত্যার পর ১৯ বছর পলাতক, মাজার থেকে গ্রেপ্তার ছেলে

২০০৪ সালে মা রসূনবালা সরকারকে হত্যা করে পালিয়ে যান দীপু সরকার। এরপর দীর্ঘ ১৯ বছর বিভিন্ন মাজার ও আখড়ায় ছদ্মবেশে পলাতক ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি।

মাধবপুর থানা পুলিশ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ফতেগাজী মাজার থেকে দিপুকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দিপু উপজেলার এক্তিয়ারপুর গ্রামের রাজমোহন সরকারের ছেলে।

মাধবপুর থানার অফিস ইনর্চাজ মো. আব্দুর রাজ্জাক জানান, গোপনসূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০০৪ সালে দীপু তার মা রসূনবালা সরকারকে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট