জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে প্রবাসীর ২ লক্ষ টাকা অনুদান প্রদান

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ে প্রবাসীর ২ লক্ষ টাকা অনুদান প্রদান

সিলেটের জৈন্তাপুর উপজেলা ঐতিহ্যবাহী সারীঘাট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য দুই লক্ষ টাকা অনুদান দিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা বিশিষ্ট সমাজসেবী দানশীল শিক্ষানুরাগী আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দর হাতে অনুদানের দুই লক্ষ টাকার চেক আব্দুল গফফার চৌধুরী খসরু’র পক্ষ থেকে হস্তান্তর করেন দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিহাব উদ্দিন।

এসময়ে উপস্থিত ছিলেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউল আলম, ম্যানেজিং কমিটির সভাপতি, ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ শাহেদ আহমদ, ১৭ পরগনার বিশিষ্ট মুরব্বী আব্দুল হক (হক সাব), শিক্ষানুরাগী সদস্য আলীরগাও ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, সদস্য সাংবাদিক সুহেল আহমদ, ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন, অভিভাবক প্রতিনিধি সুশেন চন্দ্র দেব, রোশনারা বেগম, সৌদিআরব প্রবাসী তোফায়েল আহমেদ, সহ স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

আলোকিত জৈন্তাপুর গড়তে শিক্ষার মানোন্নয়ন ও উন্নয়নে পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা মসজিদ ও উপজেলার অসহায় হতদরিদ্র অসুস্থ রোগীদের চিকিৎসায় দূর প্রবাসে থেকেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গফফার চৌধুরী খসরু, তাঁর এই মানবিক উদ্যোগগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে বেশ প্রশংসনীয় হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট