২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আবারো জনগণের ভোটে ক্ষমতায় আসবে।
এ সময় তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের পাশে না থেকে তারা বিএনপির নেতা-কর্মীদেরকে জেল-জুলুম ও নির্যাতন করছে। সেই সাথে তারা ষড়যন্ত্রসহ প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।
তিনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) শহীদ জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর বাগবাড়ী জিয়াবাড়ীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মঈন খান বলেন, এ মাঠির কৃতিসন্তান জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, জিয়াউর রহমান গ্রাম হাসতালের সভাপতি ডা: মাওদুদ আহম্মেদ পাভেল, প্রোগ্রামের কো-অডিনেটর ডা: শাহ মো: শাহজাহান আলী, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম, পারভেজ রেজা ককন, অধ্যক্ষ ডা: লুৎফর রহমান, কৃষিবিদ রফিকুল ইসলাম।
স্থানীয় নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শহীদ উন নবী ছালাম, এনামুল হক নতুন, শেখ তাহা উদ্দিন নাইম, ডা: ইউনুছ আলী, ডা: আজাহারুল ইসলাম, ডা: রাব্বী, ডা: মামুনুর রশিদ, ডা: মাছুদুল হাসান মুক্তার, কৃষিবিদ ছান্না উল আলম, আক্তার হোসেন, ডা: আবু হাসনাত সোহেল, শরিফুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল আজিজ হিরা, আসাদুজ্জামান, হামিদুল হক চৌধুরী হিরু, শিক্ষক আব্দুর রাজ্জাক, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সহকারী অধ্যাপক নজমুল হক, মুঞ্জুর মোরশেদ, এমআর ইসলাম রিপন, হারুনুর রশিদ হারুন, আরিফুর রহমান মজনু, জাহিদুল ইসলাম, জুবাইদুর রহমান গামা, মনিরুজ্জামান ফারুক, নজরুল ইসলাম বজলু, মহব্বত আলী, রাকিবুল হাসান হিরু, সুজা উদ্দিন, আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, ইউনুছ আলী, মমিনুল হাসান, সাগর তালুকদার, আয়নাল হক, ডিউ তালুকদার, মাসুদ রানা, জিন্নাত আলীসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D