সিলেটে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

সিলেটে বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থী নিহত

সিলেটে বাসের ধাক্কায় মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মাহির বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরের রাজেন্দ্রপুরে। তিনি ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

মাহিরের বন্ধু সূত্রে জানা যায়, রবিবার মাহির শাহরিয়ার এবং জনি নামে একজন মোটরসাইকেলে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট ক্যান্টনমেন্ট সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল নিয়ে একটি বাসকে ওভারটেক করতে গেলে বাসটি ডানে চাপিয়ে দেয়। এসময় বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় মাহির ও তার বন্ধু জনি।

পরবর্তীতে আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাহিরকে মৃত ঘোষণা করেন। বাইকের পেছনে থাকা জনির অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাস্টার দা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ও মাহিরের বন্ধু জুনায়েদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় এ দুঃখজনক ঘটনার খবর পাই। মাহির মানুষ হিসেবে খুবই ভালো এবং শান্ত স্বভাবের ছিল। তার অকাল মৃত্যু আমাদের জন্য ভীষণ কষ্টের।

দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল রহমান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট