কাজী জালাল উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৩

কাজী জালাল উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

সিলেট নগরীর কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠান গত ১ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সানজিদা খানম, সহ সভাপতি আব্দুর রহমান বাদশা, সদস্য কয়ছর আহমদ, রুহেল আহমদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিনা আক্তার খানম এর সভাপতিত্বে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে বছরের প্রমথ দিন বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিচ্ছে। সরকারের সাফল্যর জন্য শিক্ষাঙ্গন দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। বক্তারা বলেন, নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস সকলকে মুগ্ধ করেছে। বছরের প্রথম থেকেই শিক্ষার্থীদেরকে মনোযোগ সহকারে বই পড়ার আহবান জানান বক্তাগণ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট