১০ ডিসেম্বরের মতোই আমরা সতর্ক থাকব : কাদের

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

১০ ডিসেম্বরের মতোই আমরা সতর্ক থাকব : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন ১০ ডিসেম্বরের মতোই আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেছেন, ২/১ দিনের মধ্যেই কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা হবে।

তিনি বলেন, ইভিএম হলেও আছি, না হলেও আছি। তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিবে সেটি আমরা মেনে নিব। আমরা চাই ইভিএমে নির্বাচন হোক।

মন্ত্রী জানান, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি। তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।


সূত্র : ইউএনবি


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট