সিলেটে স্কুলের তিনতলা থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

সিলেটে স্কুলের তিনতলা থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সিলেট মহানগরীর বিমানবন্দর থানাধীন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী আত্মহত্যা করেছে। বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়ে সে আত্মহত্যা করে।

প্রিয়াংকা গোয়ালা রিংকি (১৩) নামের ওই কিশোরী বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। সে লাক্কাতুরা এলাকার নিরেন গোয়ালার মেয়ে।

গত সোমবার (২৬ ডিসেম্বর) বিদ্যালয় ভবন থেকে লাফ দেয় রিংকি। পরে মঙ্গলবার হাসপাতালে সে মারা যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রিয়াংকা গোয়ালা রিংকি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এবারের বার্ষিক পরীক্ষায় সে দুই বিষয়ে ফেল করে। এ ফলাফল গত সোমবার প্রকাশ করা হয়। সেদিন বিদ্যালয়ে ছিল রিংকি। দুই বিষয়ে ‘ফেল করার বিষয়টি সহ্য করতে না পেরে’ সেদিন বেলা ২টার দিকে সে বিদ্যালয় ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায় রিংকি।

এদিকে, রিংকির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রহণের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন তার মা। সে আবেদন গ্রহণ করা হয়। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই দিলীপ কুমার চন্দ্র সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট