৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ঘোষিত ফলাফলে মেয়র পদে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো রংপুরের নগরপিতার আসনে বসতে যাচ্ছেন তিনি। অন্যদিকে মোস্তফার চেয়ে ১ লাখ ২৪ হাজার ৪৯২ ভোট কম পেয়ে চতুর্থ হয়েছেন আওয়ামী লীগের সমর্থিত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
২২৯ কেন্দ্রের ফলাফলে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির মোস্তফা এক লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা) পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান মিলন (হাতি) পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। অন্যদিকে নৌকা প্রতীক নিয়ে ডালিয়া পেয়েছেন মাত্র ২২ হাজার ৩০৬ ভোট।
রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল বাতেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।
এ নির্বাচনে ৯ মেয়র প্রার্থীসহ মোট ২৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩৩ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ১৮৩ জন এবং ১১ সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদপ্রার্থী ৬৮ জন।
রসিক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি অংশগ্রহণ করলেও বিএনপি মেয়র পদে কোনো প্রার্থী দেয়নি। এমনকি কোনো প্রার্থীকে সমর্থনও দেয়নি দলটি।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D