এবার ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

এবার ১১ দলীয় জোটের আত্মপ্রকাশ

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’র আত্মপ্রকাশ হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই জোটের নাম ঘোষণা করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির শরিকদলগুলো মিলে নতুন এই জোটের আত্মপ্রকাশ।

জোটে থাকা দলগুলো হলো ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জাগপা, ডেমোক্রেটিক লীগ, পিপলস লীগ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ন্যাপ, বিকল্পধারা বাংলাদেশ, সাম্যবাদী দল, গণদল, ন্যাপ ভাসানী ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি।

জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন রেখে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ যুগপৎ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর বিএনপির সমমনা ১২টি দলীয় জোটের আত্মপ্রকাশ হয়।

জোটের দলগুলো হলো জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, এনডিপি, এলডিপির (একাংশ), বাংলাদেশ মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ সাম্যবাদী দল এবং বাংলাদেশ ইসলামিক পার্টি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট