৫ই অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
আলোচনা ও হাছনগীতি পরিবেশনের মধ্যে দিয়ে সুনামগঞ্জে মরমী কবি হাছন রাজার ১৬৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোকগীতি সংগ্রাহক গবেষক সৈয়দা আখি হক, কবি সুখেন্দু সেন রায়,গবেষক সুবাস উদ্দিন ও নাট্যকার দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ।
আলোচনার ফাকে পর্যায়ক্রমে মরমী কবি হাছন রাজার গান পরিবেশন করেন প্রবীন বাউল শিল্পী তছকীর আলী,জেলা শিল্পকলা একাডেমির সহ সাধারন সম্পাদক এডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জন, জয়বাংলা সাংস্কৃতিক জোটের সভাপতি বাউল শাহজাহান,বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদের সাধারন সম্পাদক বাউল আল-হেলাল, সদর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষ, বাউল যুবায়ের বখত সেবুল, বাউল হীরামোহন তালূকদার ও শিল্পী দীপায়ন চৌধুরী চয়নসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ৫ প্রধান লোককবিসহ অগনিত মরমী সাধকদের রচিত দেশপ্রেম ও মানতাবোধের গানে সুনামগঞ্জ জেলা সমৃদ্ধ। এ জেলার সংস্কৃতি জগতের মরমী সাধকরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে নিরলসভাবে সাধনা করে গেছেন। তিনি বলেন, এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মরমী কবি হাছন রাজার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন করা হবে। এছাড়াও হাছন লোক উৎসবসহ যেখানে যা করা দরকার তার সবকিছুই করবে জেলা প্রশাসন।
উল্লেখ্য মরমী কবি হাছন রাজা ১৮৫৪ সালের ২১ ডিসেম্বর জন্মগ্রহন এবং ১৯২২ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তাঁর রচিত ২০৬টি গান নিয়ে ‘হাসন উদাস’ নামে প্রথম গানের বই প্রকাশিত হয়।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D